প্রশাসনকে সাথে নিয়ে নাবালিকার বিয়ে রুখল “চলো পাল্টাই” সংগঠন

     নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের “বরদা” গ্রামের ঘটনা। মেয়ের বিয়ের আয়োজনে ব্যাস্ত গোটা পরিবার থেকে আত্মীয় স্বজন। স্থানীয়দের অভিযোগ, এ বছরের উচ্চ মাধ্যমিক দেওয়া মেয়ে, যার আঠার বছর বয়স না হওয়া সত্বেও এই বিয়ের আয়োজন।

         গোপন সূত্রে এই সতের বছর বয়সী নাবালিকার বিয়ের খবর পেয়ে একযোগে নাবালিকা কনের বাড়িতে পৌঁছে যায় “চলো পাল্টাই” সংগঠনের “সুপ্রীতি কুমার জানা” সহ সুতাহাটা ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক “প্রিয়াঙ্কা মণ্ডল” (জয়েন বিডিও) তরফে সুতাহাটা থানার একঝাঁক পুলিশ প্রশাসন। আইনত ভাবে রুখে দেওয়া হয় নাবালিকার জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন।

         বিয়ে বাড়িতে পুলিশি হানা! এই খবরে জড়ো হয় এলাকাবাসী। নাবালিকা বিয়ের প্রতিবাদের গুঞ্জন ঝড় ওঠে মুখে – মুখে।

         অপরদিকে বর পক্ষের কাছে এমন ঘটনার খবর পৌঁছে যাওয়ার ফলে বর সহ বর পক্ষের কেউই আর কনের বাড়িতে এসে পৌঁছয়নি বলে স্থানীয় সূত্রের খবর।

         এই ঘটনায় “চলো পাল্টাই” সংগঠনের সেনা সর্বাধিনায়ক “মধুসূদন পড়ুয়া” বলেন, সমাজকে সচেতন করে তাকে বিভিন্ন দিক থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যের বিচ্যুতি যাতে না হয়, এদিকে আমরা সর্বদাই তৎপর।

    (আইন মেনে নাবালিকার পরিচয় গোপন রাখা হল)