|
---|
মহঃ ইউশা আব্বাসী, নতুন গতি,সিঙ্গুর: বুধবার আখেরি চাহার শোম্বা অর্থাত আরবি সফর মাসের শেষ বুধবার। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে হুগলির সিঙ্গুর থানার চককালিকা বুড়ি তে দোয়ার মজলিস অনুষ্ঠিত করল। আজকের দিনে নবি সঃ সুস্থতা বোধ করেছিলেন। মনের মধ্যে এক প্রফুল্লতা তৈরী হয়েছিল। দীর্ঘ কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতার পর আজকের দিনে গোসল করেছিলেন। এবং বল্লেন সাহাবিদের কে আজকে আমার শরীরটা খুব হাল্কা লাগছে। আখেরি চাহারশোম্বা দিন হিসাবে দোয়ার মজলিস কায়েম করা হল। দেশ বাসির জন্য দোয়া করা হয়। দোয়াকরেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না। কেরাত পাঠ করেন মহাম্মদ বেচু মল্লিক।