|
---|
শিলিগুড়ি: যুদ্ধ নয় , চাই শান্ত পরিবেশ
শিলিগুড়ি করোনা পরিস্থিতি পেরোতে না পেরোতেই রাশিয়া – ইউক্রেনো যুদ্ধ। আর এসবের ফলে ভারতের সাধারণ মানুষেরও কম ভোগান্তি নয়। পেট্রোল , রান্নার তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বেড়েই চলেছে। কিছু দেশে আবার হানা দিচ্ছে করোনা। এমতাবস্থায় আমাদের সকলকেও সাবধান থাকতে হবে যাতে ভারতে আবার করোনা ৪র্থ ঢেউ আছড়ে না পড়ে।
আজ গিভ লাইফ সোসাইটির তরফ থেকে শিলিগুড়ির ভেনাস মোড়ে কিছু মাস্ক বিতরণ করে মানুষকে আবার সজাগ হতে অনুরোধ করেন এবং পাশাপাশি ‘আমরা যুদ্ধ নয় , চাই শান্ত পরিবেশ’ বলে প্রচার চালান। তাই সচেতনতা প্রচারের সাথে সরকারের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছেন যাতে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আর না বাড়ে এবং এই যুদ্ধ পরিস্থিতি থেকে যেনো আমরা দ্রুত বেরিয়ে আসতে পারি সে বিষয়ে ভাবনা চিন্তা করেন।