|
---|
আর এ মণ্ডল, বাঁকুড়া : করোনা ভাইরাস কোভিড- ১৯ এর দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়ায় মহামারী থেকে অতি মহামারীর রূপ নিয়েছে। রাজ্যেও ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হওয়ায় সরকারের তরফে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।সরকারি আদেশানুসারে করোনা ভাইরাস ঠেকাতে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।এই মর্মে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক মহাশয় জেলার সর্বত্র পুলিশ প্রশাসন দফতরে এবং সর্ব সাধারণকে সচেতন ও আইন মানার জন্য নির্দেশনামা জারি করেছেন। ৪৮৬-সি-এস/২০২১, তারিখ-২৪৷০৪৷২০২১ এ জানানো হয় যে,নির্দেশ লংঘন করলে পুলিশ সেই ব্যক্তির বিরুদ্ধে মহামারী প্রতিরোধ আইন ১৮৯৭ এর ২নং ধারা ও বিপর্যয় ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ৫১নং ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনও অত্যন্ত সতর্কতার সাথে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারি জানান যে বিগত ২৬ এপ্রিল একটা সচেতনা মূলক অনুষ্ঠান চলাকালীন ২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।