|
---|
মালদা, শেখ সাদ্দাম: করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের ডাকা বিগত ১৫ দিনের লকডাউনেল সাধারণ মানুষের মধ্যে বেশি সংখ্যক সচেতনতা ছবি ধরা পড়লেও দ্বিতীয় বারের এই ১৫ দিনের লকডাউন কিছুটা হলেও সাধারণ মানুষ মধ্যে ওসচনেতার ছবি ধরা পড়ে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে নিজেদের হাত খরচের জমানো টাকা দিয়ে করোনা সচেতনতায় এগিয়ে এলো কালিয়াচকের দক্ষিণ যুব বালক সমাজ নমোক এক স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা সদস্য যীশু লালা, সুরজিৎ গুপ্ত,সংস্থার অন্যান্য সদস্য নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে করোনা সচেতনতামূলক প্রচার চালায় । স্বেচ্ছাসেবী সংস্থা সারাবছর নানা সমাজ মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। সেইমতো আজ কালিয়াচক চৌরঙ্গী মড়ে পথ চলতি সাধারণ মানুষকে করোনা সচেতনতা নিয়ে প্রচার চালায় এবং পথ চলতি সাধারণ মানুষের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেয়। এই সংস্থা।