চাঁচলে দুই বিধায়কের নেতৃত্বে পঞ্চায়েত প্রধানকে গণ ডেপুটেশন

উজির আলী, নতুন গতি, চাঁচল: লকডাউন চলাকালীন গ্রাম পঞ্চায়েত দপ্তরে একাধিকবার ভাঙচুর, বিক্ষোভ সহ তালা ঝুলেছে পঞ্চায়েতে। এলাকাবাসীরা সুযোগ সুবিধা না পেয়ে সরব হয়ে এমনটা বহুবার করেছেন। কখনও রেশন কুপন না পেয়ে আবার কখনও আবাস যোজনায় প্রকৃত গরীবদের নাম না থাকায় গ্রাম পঞ্চায়েত দফতরে একাধিকবার তালা ঝুলিয়েছিলেন পরিযায়ী শ্রমিক সহ সাধারণ মানুষরা। পরিশেষে একাধিক দাবী দাওয়া পঞ্চায়েতর খামখেয়ালিপনায় সরব হয়ে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাল জাতীয় কংগ্রেস।
মঙ্গলবার মালদহের চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
এদিন চাঁচল ও মালতিপুর বিধানসভার কংগ্রেসের বিধায়কের নেতৃত্বে মতিহারপুর গ্রাম পঞ্চায়েতে গনডেপুটেশন প্রধানকে ডেপুটেশন জমা দেওয়াকে ঘিরে ছিল চাপানৌতর ছিল শাসকদলে। কারন মতিহারপুর পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত।

    জিপি এলাকায় প্রকৃত পরিযায়ী শ্রমিকদের ফুড কুপন প্রদান, আবাস যোজনায় দুর্নীতি, প্রকল্পে কাটমানি নেওয়া বন্ধ করা ও বেহাল রাস্তাঘাট, খুটিতে বিদ‍্যুতিক বাল্ব বিকলে অন্ধকার এলাকা, পানীয় জলের সমস্যা ও বিরোধী সদস‍্যরা পঞ্চায়েতে গুরত্বহীন হওয়ায় সরব হয় কংগ্রেস কমিটি।

    চাঁচল-১ ব্লকের মধ্যে এই পঞ্চায়েতটি বৃহত্তম। এই পঞ্চায়েতে অত‍্যাধিক বেনিয়ম চলছে বলে অভিযোগ তোলেন দুই বিধায়ক আসিফ মেহবুব ও আলবেরুনি জুলকার নাইন।
    কলিগ্রাম থেকে মহিষামারী এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে, ক্ষোভ ফুঁসছেন বাসিন্দারা। এছাড়াও পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ পথ গুলি বেহাল রয়েছে বলে অভিযোগ করে বলেন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক(জনি)। প্রধান পপি দাস অবশ‍্য বলে একাধিক রাস্তায় টেন্ডার পাশ হয়েছে। কাজ শীঘ্রই শুরু হবে। জাতীয় কংগ্রেস কমিটির তরফে পাঁচজনের প্রতিনিধি দল প্রধানকে ১৫ দফা দাবীতে প্রধানকে গনডেপুটেশন প্রদান করে। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের ঢিল ছোড়া দুরত্বে একটি সভাও করা হয় কংগ্রেসের তরফে। সূত্রের খবর, ওই এলাকায় গন্ডোগোলের আশঙ্কা ছিল। তাই নিরাপত্তা ব্যবস্থার জন‍্য চাঁচল থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

    কাটমানি বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন প্রধান পপি দাস বলেন, ব্লক থেকে যে তালিকা এসেছে সেই অনুযায়ী আবাস যোজনার ঘর বিলি করা হচ্ছে, হাজারো প্রকৃত শ্রমিকদের কুপন প্রদান করা হয়েছে। এলাকায় প্রচুর কাজ হচ্ছে। তবে তাদের দাবী গুলো সবটাই প্রযোজ‍্য নয়। তবে অন‍্যান‍্য দাবীগুলো পূরনের আশ্বাস দিয়েছেন প্রধান।