ভীম মেলাকে কেন্দ্র করে জন সমাগম

শেখ আরেফুল, তমলুক: গত বেশ কয়েকদিন ধরে চলছে পূর্ব মেদিনীপুরের ব্যবত্তার তাড়াগেঁড়্যায় ভীম পুজো ঘিরে মেলার আয়োজন৷ দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভীড় জমিয়েছেন এই ভীম মেলাতে৷

    মেলায় উপস্থিত দেবাশীষ গিরি জানান, উনি সহ ওনার সাথে অনেকেই প্রতি বছর এই মেলাতে আসেন এবং মেলা ভালোভাবে উপভোগ করেন৷

    প্রতি বছর মেলার প্রথম দু-একদিন বিপুল পরিমাণের বাতাসা হরির লুটের ব্যবস্থা থাকে বলে জানা গিয়েছে৷ এছাড়াও মেলা কমিটির আয়োজনে আয়োজিত হয় সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা৷ থাকে ম্যাজিক, ছোটোদের মজা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলা৷

    গত একমাস আগে থেকে এই ভীম মেলার প্রস্তুতি পর্ব নেওয়া হয়৷ তবে, পূর্ব মেদিনীপুরে বছরে বহু মেলা হয়ে থাকে৷ যার মধ্যে ব্যবত্তার তাড়াগেড়্যার ভীম মেলা অন্যতম৷

    মেলা একটি চলমান প্রক্রিয়া৷ সময়ের বিবর্তনে বদলে যেতে পারে এর স্থান, পরিধি, সময়কাল ও উপলক্ষ্য৷ আবার কিছু কিছু মেলা হঠাৎ করে বন্ধও হয়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়৷ শুরু হতে পারে সম্পূর্ণ নতুন ধরনের কোনো মেলা৷

    বর্তমান প্রেক্ষাপটে মেলার জন্য বটতলা বা পূর্ব নির্ধারিত কোনো স্থানের প্রয়োজন নাও হতে পারে৷ সবকিছু মিলিয়ে মেলা এতটাই বিবর্তিত একটি সাংস্কৃতিক মাধ্যম যে, এর সঠিক পরিসংখ্যান পাওয়া অনেকটাই দুঃসাধ্য৷ কারণ, একটি মেলার ধারাবহিকতা নির্ভর করে সেখানকার আঞ্চলিক পরিস্থিতির ওপর৷ আয়োজকদের সদিচ্ছা, আর্থিক সঙ্গতি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়গুলো তখন মুখ্য হয়ে ওঠে৷ এসব কারণে মেলা ধারাবাহিকতা হারায়৷ বদলে যেতে পারে মেলার সময়কাল ও পরিধিও৷ তবে জনপ্রিয়তার এই ব্যবত্তার ভীম মেলা মূলত ৮-১০ দিনের বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷