গণ ঔষধ সেবন কর্মসূচি জেলা জুড়ে

 

    সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ফাইলেরিয়া প্রতিরোধ করনের জন্য বীরভূম জেলা জুড়ে ১৪ ই মার্চ থেকে শুরু হয়েছে গণ ঔষধ সেবন কর্মসূচি, চলবে আগামী ২৪ শে মার্চ পর্যন্ত। ফাইলেরিয়া একটি কিউলেক্স প্রজাতির মশাবাহিত রোগ। এটা যে কোন বয়সে এমনকি শিশুদের ও হতে পারে। রোগের লক্ষণ হিসেবে পা, হাত, জননাঙ্গ, স্তন প্রভৃতি অঙ্গে গোদ বা অঙ্গগুলি ফুলে যায়। আক্রান্ত ত্বক ফেটে গিয়ে ক্ষত মুখ তৈরি হওয়া, সঙ্গে তীব্র জ্বর, মাথা ব্যথা, বমি কাঁপুনি, শীত করা, আক্রান্ত অঙ্গে হটাৎ করে যন্ত্রনা বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষনগুলো দেখা যায়।

    তাই আগাম সতর্ক হিসেবে সরকার থেকে বিনামূল্যে ডিইসি এবং এ্যালবেন্ডাজোল ট্যাবলেট খাওয়ানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে । দুই বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা ও গুরুতর অসুস্থ ব্যাক্তিদের এই ঔষধ সেবন করানো যাবে না। আজকের ঘটনা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান খয়রাশোল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সব্যসাচী রায়।