রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: কিভের আনাচে কানাচে গুলির লড়াই; রুশ সেনা নিয়ে চাঞ্চল্যকর দাবি ইউক্রেনের

নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি। গোটা কিভ জুড়ে চলছে গুলির লড়াই।

    এই সময় ইউক্রেনের পেশ করা দাবি সৃষ্টি করেছে চাঞ্চল্য। ইউক্রেন সেনার দাবি তাঁদের হাতে এখনও পর্যন্ত হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। শত্রুপক্ষের অন্তত ৮০টি ট্যাঙ্ক, ৫১৬টি সাঁজোয়া গাড়ি, সাতটি হেলিকপ্টার, ১০টি যুদ্ধবিমান এবং ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

    নিজেদের ফেসবুক পেজে ইউক্রেনের সেনা দাবি করেছে ‘রাশিয়ার সেনা কিভের ভিক্টরি অ্যাভিনিউয়ের কাছে একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হয়।’

    এ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, রুশ সেনা ইতিমধ্যেই ইউক্রেনের ২১১টি সৈন্য ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে।