|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি,মেদিনীপুর: পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের বিজেপি সরকার গত এক মাসে 22 বার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, দার্জিলিং থেকে আধাসামরিক বাহিনী সিআরপিএফ প্রত্যাহার , মাওবাদী নাশকতা রুখতে মোতায়েন থাকা সিআরপিএফ তুলে নেওয়া, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা ভাষার অন্তর্ভুক্ত সহ জিএসটি-র ক্ষতিপূরণ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা,, বিভিন্ন সরকারি সংস্থা কে বেসরকারিকরণ এর প্রতিবাদে মেদিনীপুরের প্রতি ব্লকে ব্লকে কয়েক হাজার লোকের মিছিল হয়।
এদিনের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, প্রাক্তন সভাপতি চিত্ত গড়াই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তবে এদিনের মিছিলে দেখা যায়নি দলের কো-অর্ডিনেটর তথা কেশপুরের বিধায়ক শিউলি শাহা ও কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত কে।