ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল কেশপুরে

নিজস্ব প্রতিবেদক, কেশপুর: সম্প্রতি ফ্রান্সে সংগঠিত আমাদের প্রানপ্রিয় আদর্শ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জন্য অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্স সরকার কর্তৃক তা সমর্থন করার প্রতিবাদে কেশপুর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে কেশপুর বাজারে শুক্রবার বিকেলে এক বিশাল প্রতিবাদ মিছিল হয়। এদিন বিকেলে মিছিলটি কেশপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয় ও একটি পথসভা হয়। সমগ্র মিছিলে নেতৃত্ব দেন মাওলানা হাজী শেখ মতিউর রহমান, হাফেজ হাসিবুর রহমান সহ অন্যান্যরা। এদিন মিছিলে বিশ্ব শান্তি জিন্দাবাদ, ফ্রান্স সরকার মুর্দাবাদ স্লোগানে কেশপুরের আকাশ বাতাস কেঁপে ওঠে।

    হজরত মুহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন
    বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  নিজস্ব চিত্র

     

    প্রসঙ্গত উল্লেখ্য, স্যামুয়েল পার্টি নামক ফ্রান্সের একজন শিক্ষক তার ক্লাসের শিক্ষার্থীদের সামনে দুনিয়ার শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে। এই ঘটনার প্রতিবাদে ওই শিক্ষকের শিরচ্ছেদ করে হত্যা করে এক মুসলিম শিক্ষার্থী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ এই ঘটনার জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং মুসলমানদের ওপর ফ্রান্সকে ধ্বংস করার চেষ্টা করছে বলে তিনি দাবি জানান। তিনি আরো দাবী করেন ফ্রান্স ইসলাম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করবে না। ফরাসি প্রেসিডেন্টের উৎসাহে ফ্রান্সে ব্যাপকভাবে ইসলাম বিরোধী কার্টুন প্রচার হতে থাকে।