ভোটের ফল ত্রিশঙ্কু হলে মমতা বিজেপির হাত ধরবে : অধীর চৌধুরী

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : বাংলায় ইতিমধ্যে শেষ হয়েছে তৃতীয় দফার ভোট । বাকি এখনও ৫ দফার ভোট । এমতাবস্থায় রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে ২০২১ এর বিধানসভা ভোটের ফলাফল যদি ত্রিশঙ্কু হয়, সে ক্ষেত্রে কোন্ দলের অবস্থান কী হবে ? এবিষয়ে বামফ্রন্ট ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করেছে । সিপিআইএমের রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিধানসভা ভোটের ফলাফল যদি ত্রিশঙ্কু হয়, সেক্ষেত্রে বামেরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে না । রাজনৈতিক মহলে চর্চা চলছিল এক্ষেত্রে সংযুক্ত মোর্চার দ্বিতীয় শরিক কংগ্রেসের অবস্থান কী হবে ? যদিও কয়েকদিন আগে বেশকিছু সংবাদ মাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছিল যে, বিধানসভা ভোটের ফলাফল ত্রিশঙ্কু হলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে কংগ্রেস । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর এক বক্তব্যকে কেন্দ্র করে এমনই খবর প্রচার করেছিল বেশকিছু সংবাদ মাধ্যম।

    প্রচারিত ওই খবরের বিষয়ে আজ মুখ খুললেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি । এক ভিডিও বার্তায় অধীর চৌধুরী দাবি করেন, “আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে ।” তিনি বলেন, “ত্রিশঙ্কু হওয়ার কোন সম্ভাবনার কথা আমরা মানছি না । তার কারণ সংযুক্ত মোর্চাই সরকার গঠন করবে । দ্বিতীয়ত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরাজয় বুঝতে পেরে সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখেছেন; এমনও তো হতে পারে সংযুক্ত মোর্চা সরকার গঠন করছে বা সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তখন মমতা ব্যানার্জি তাঁর নিজের ভুল বুঝতে পেরে আবেদন করতে পারেন যে সংযুক্ত মোর্চা আমি যা ভুল-ভ্রান্তির রাজনীতি করেছি, তার জন্য আমাকে ক্ষমা করো আমি তোমাদের সমর্থন করছি ।” প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, “গতদিনেও আমি এটাই বলবার চেষ্টা করেছিলাম।” এরপর অধীরবাবু বলেন, যদি প্রশ্ন করেন ত্রিশঙ্কু হলে কি হবে ? সে ক্ষেত্রে আমি বলছি, মমতা ব্যানার্জি বিজেপির হাত ধরবে ।”