|
---|
সেখ সামসুদ্দিন, ১৭ মার্চ : জামালপুর ব্লক মৎস্য দপ্তরের পক্ষ থেকে আজ ব্লকের ১০ জন মৎস্য ব্যবসায়ীদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া হয়। মৎস্য ব্যবসায়ীদের হতে মোটরসাইকেলের চাবি তুলে দেন বিডিও শুভঙ্কর মজুমদার, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, ব্লক মৎস্য আধিকারিক, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন মোটর সাইকেলের সাথে একটি মাছ সংরক্ষণ করার একটি বক্সও দেওয়া হয়। এতে করে এই ব্যবসায়ীরা অনেকটা অঞ্চল তাদের ব্যবসার জন্য বাড়াতে পারবেন। এতে তাদের রোজগার অনেকটাই বেড়ে যাবে।তপশিলি জাতিদের জন্য ৬০ শতাংশ ও সাধারণদের জন্য ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে এই মোটর সাইকেলে। এবং এই সুবিধা দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।