লোকসভায় লোকের মাঝেঃ কেন্দ্র মথুরাপুর

তৃতীয় পর্ব

    জাকির হোসেন সেখ, নতুন গতি উস্থি: প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে যাবার চারদিন পরে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্তও জানা গেল না মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে ? যদিও সুত্র মারফত জানা যাচ্ছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃনমূলের দিলীপ মন্ডলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শিরাকোলের বাসিন্দা সেই শ্যামাপ্রসাদ হালদার নাকি সম্ভবত বিজেপির প্রার্থী হতে চলেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে। আজ বিকেলের মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য বিজেপি যে ২৭ জনের নাম ঘোষণা করবে বলে শোনা যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে, তাতেই হয়ত থাকতে পারে শ্যামাপ্রসাদ হালদারের নাম।
    অপরদিকে সিপিআইএম দু’দফায় যে ৩৮ আসনের জন্য তাদের প্রার্থীদের নাম প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের জন্য সিপিআইএমের প্রার্থী হয়েছেন সুরত হালদার। মাঠে ময়দানে তাঁর প্রচার তো দুরের কথা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হবার ১১দিন পরেও কোথাও সিপিএমের একটি দেয়াল লিখনও চোখে পড়ছে না।
    সেদিক থেকে দেখতে গেলে তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া নির্বাচনী প্রচারে সকলের থেকে কয়েক সহস্র যোজন এগিয়ে আছেন। এতে তাঁর ৭টা বিধানসভা কেন্দ্রের ৭ বিধায়ক- পাথরপ্রতিমার সমির জানা, সাগরের বঙ্কিমচন্দ্র হাজরা, কাকদ্বীপের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা, কুলপীর যোগরঞ্জন হালদার, রায়দীঘির দেবশ্রী রায়, মন্দির বাজারের জয়দেব হালদার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা- সাতজন দক্ষ সেনাপতির ভুমিকা পালন করে চলেছেন। গত ১৫ ই মার্চ শুক্রবার মন্দির বাজার বিধানসভা কেন্দ্র থেকে যেভাবে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন জাটুয়া সাহেব, ঠিক সেভাবেই নক্ষত্র সমাবেশের মাধ্যমে আগামী ২৪ শে মার্চ রবিবার দুপুর দুটোয় প্রথম নির্বাচনী জনসভা করতে করতে চলেছেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সদর, উস্তি হাইস্কুল ফুটবল ময়দানে। রাজ্য ও জেলা নেতৃত্ব ছাড়াও থাকবেন মদন মিত্র ও দেবশ্রী রায়ের মত রাজনীতি ও চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা। ২৪ তারিখের সেই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে, গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১২ টা অঞ্চলে চলছে তার‌ই প্রস্তুতি।