মথুরাপুর ২ নং ব্লক কৃষি উন্নয়ন দপ্তরে ছাউনি ও পানীয় জল না থাকায় বিক্ষোভ

নবাব মল্লিক, রায়দিঘী: মথুরাপুর ২ নং ব্লকে কৃষি উন্নয়ন দপ্তরে ছাউনি এবং পানীয় জলের বন্দোবস্ত না থাকায় কৃষকদের বিক্ষোভ। জানা যাচ্ছে যে আজ কৃষকবন্ধু প্রকল্পের চেক বিলির কথা ছিল। সেই মত পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দপ্তরের বাইরে ভিড় করে কৃষকরা। সকাল নয়টা থেকে দীর্ঘ লাইন শুরু হয়। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রের তাপ বাড়তে থাকে। একসময় রৌদ্র কমে গিয়ে বৃষ্টিও শুরু হয়। কিন্তু কৃষি উন্নয়ন দপ্তরে উপযুক্ত ছাউনি না থাকায় সেখানে দাড়িয়ে ভিজতে হয় তাদের। এদিকে কৃষি উন্নয়ন আধিকারিক তন্ময় ভর্টাচার্জ বেলা বারোটা নাগাদ অফিসে পৌছালে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। এদিকে উত্তেজনা প্রশমন করতে স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস নেতা উদয় হালদার ঘটনাস্থলে পৌছান। ঘটনাস্থলে পৌছানোর পর আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি জানান কৃষি উন্নয়ন দপ্তর থেকে খুব শ্রীঘ্রই ছাউনি ও পানীয় জলের ব‍ন্দোবস্থ করা হবে। এরপরই বিক্ষোভ উঠে যায়।