মাটিগাড়া এলাকা থেকে স্বর্ণালংকার সহ দুই ব্যক্তিকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ

মাটিগাড়া: মাটিগাড়া থানার পুলিশ সিভিল ড্রেসে টহল দেওয়ার সময় গতকাল দুপুরে মাটিগাড়া এলাকা থেকে স্বর্ণালংকার সহ দুই ব্যক্তিকে আটক করে। পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে একটি স্করপিও গাড়িও উদ্ধার করেছে।

    সূত্রে জানা গেছে, কাল বিকেলে মাটিগাড়া পুলিশের একটি দল সিভিল ড্রেসে এলাকায় টহল দেওয়ার সময় স্করপিওতে দুইজনকে বসে থাকতে দেখে। পুলিশের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে উভয়ের কথাবার্তায় সন্দেহ আরও বেড়ে যায়। এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে তালা ভাঙার সরঞ্জামসহ বিপুল পরিমাণ চোরাই গয়না উদ্ধার হয়। ধৃত নূর মহম্মদ খান(৫৪) ও জাহীদ খান(৪৯) দুজনেই বিহারের বাসিন্দা। এই ঘটনার কিছুক্ষণ পরেই তুম্বাজোটের স্বর্ণ ব্যবসায়ী মুকেশ কুমার মাটিগাদা থানায় এসে অভিযোগ দায়ের করেন যে তার দোকানের তালা ভেঙে গয়না চুরি হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করে এবং তার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার হওয়া দুজনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় যে, তাদের দুজনেরই ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।