মাত্র ২ বছর শিশুর প্রতিভায় নাম উঠলো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে

রহমতুল্লাহ, সাগরদিঘী : বর্তমান সময়ে যখন শিশুরা মোবাইল মুখী ঠিক সেই সময়, সাগরদিঘীর দুই বছরের শিশু আরহাম হাসানের প্রতিভা দেখে খুশির জোয়ার এলাকাজুড়ে, আরহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা, নাম উঠলো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে। দুই বছরের শিশুর নাম আরহাম হাসান (আরিয়ান) তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরে ওই শিশুর পিতা মেহেদী হাসান ব্যবসার সঙ্গে যুক্ত, আর মা সুলতানারা খাতুন পড়াসোনায় যুক্ত । জানা যায় শিশুর মা এবং তার মামা বাপ্পি ওই শিশুকে গড়ে তুলেছেন। মাত্র ২ বছরের শিশু আরিয়ান এখনো স্পষ্ট করে কথা বলতে শেখেনি। কিন্তু অস্পষ্ট ভাবেই অনায়াসে বলতে পারে বাংলা, ইংরেজি ভাষায় ৪৫ টি কবিতা, আরও বলতে পারে A থেকে Z পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এমনকি তার পিন নং ও বাড়ির দুটো মোবাইল নং সহ সম্পূর্ণ ঠিকানা। সমস্ত দেশের নাম, ফল ফুলের নাম এবং শরীরে সমস্ত অঙ্গের নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম, এমনকি বাংলা এবং ইংরেজিতে ১ থেকে ২৫ পর্যন্ত বলতে পারে এছাড়াও বিভিন্ন বিষয়ে বলতে পারদর্শী। শিশুর মামা ইত্তেফাকরুল ইসলাম (বাপ্পি) জানান ভাগ্নের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড এর সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিড বুক অফ রেকর্ড এর মতো তিনটি রেকর্ড বইয়ে অ্যাপলাই করি তারপরেই তিনটিতেই নাম উঠেছে ভাগ্নে আরিয়ান এর। আজকে এলো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর শংসাপত্র বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বুধবার বার ডাকযোগে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায়। তারপরেই খুশির জোয়ার নেমে আসে গোটা পরিবার জুড়ে।