|
---|
নিজস্ব সংবাদদাতা : অখন্ড নদিয়ার দাবিতে নদিয়ার শান্তিপুরে মতুয়া মহা সংঘের মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে জেলাবাসীর মনে। কেউ চাইছেন নদিয়া জেলা ভাঙলে উত্তর ও দক্ষিণ নদিয়া করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে আরও নতুন সাতটি জেলা সংযোজন হবে। এই সাতটি জেলা পুরনো জেলাগুলি থেকে ভেঙেই তৈরি করা হবে বলে সূত্রের খবর।
জানা যায় নদিয়া জেলাকে ভেঙে তৈরি করা হবে নতুন জেলা রানাঘাট। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে প্রতিবাদ হয়েছে জেলার একাধিক এলাকায়। আবার কেউ বলছেন নদিয়া অবিভক্ত থাকাই ভালো। আবার রানাঘাটবাসীদের দাবি নদিয়া বিভক্ত হয়ে রানাঘাট জেলা হলে তার সদর দপ্তর এবং সমস্ত প্রশাসনিক ভবন রানাঘাটেই তৈরি করতে হবে। তবে এবার অবিভক্ত নদিয়ার দাবিতে পথে নামলেন মতুয়া সম্প্রদায়ের। কার্যত রাস্তায় খোল, করতাল, কাসর, বাজিয়ে প্রতিবাদে নামেন তারা।রাজ্যের মুখ্যমন্ত্রী নদিয়া জেলাকে ভাগ করে রানাঘাট জেলার নাম করণ করার প্রতিবাদে শান্তিপুরে রাজপথে দেখা গিয়েছিল শান্তিপুর বাসির অখন্ড নদিয়ার দাবিতে হাজার হাজার মানুষ পথে নেমেছিল। আজ সেই অখন্ড নদিয়ার দাবিতেই মতুয়া মহা সঙ্গের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড থেকে ডংকা বাজিয়ে তারা শান্তিপুর স্টেশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মুকুটমনি অধিকারী। এ বিষয়ে মুকুটমণি অধিকারী বলেন আমরা এর আগেও রানাঘাটেও পথে নেমে ছিলাম । আগামী দিনে যদি নাম পরিবর্তন হয় তাহলে ব্লকে ব্লকে আমরা এই প্রতিবাদ মিছিল করব।