মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে পরীক্ষার্থীদের রাখি পরিয়ে অন্যরকম রাখি বন্ধন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…..পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে রবিবার অন্য আঙ্গিকে রাখি বন্ধন উৎসব পালিত হল। করোনা আবহেও রাজ্য জুড়ে রবিবার ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন । সেইসঙ্গে এদিনই ছিল রাখি বন্ধন উৎসব । মেদিনীপুর জেলার অনেক স্কুলেই ঐ পরীক্ষার পরীক্ষাকেন্দ্র । পি এস সি আয়োজিত ডব্লিউ বি সি এস (প্রিলি), জি এন এম ও এ এন এম নার্সিং । মৌপাল স্কুল ডব্লিউ বি সি এস প্রিলি পরীক্ষার পরীক্ষার্থীদের রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে স্মরণীয় করে রাখল।

    করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর স্কুল বন্ধ । ছাত্র ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের প্রাণের বন্ধন সুদৃঢ় করতে প্রতি বছর এই আয়োজন হত । কিন্তু দুবছর এই আয়োজন করা যায়নি। ছাত্র ছাত্রীদের তো বটেই, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরও মন ভালো নেই । তাই বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগের সীমিতসংখ্যক শিক্ষার্থী নিয়ে সমস্ত পরীক্ষার্থী, প্রশাসন ও পুলিশ আধিকারিক ও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে এই সম্প্রীতির উৎসব পালিত হয় । স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু সমগ্র কর্মসূচি পালিত হয়েছে,জানালেন জাতীয় সেবা প্রকল্প বিভাগের আধিকারিক তারক নাথ দাস । মরুভূমিতে একচিলতে মরূদ্যানের মতো। অনেক দিন বিদ্যালয়ে কিছু প্রাণ সঞ্চারিত হল। হাসি দেখা গেল গুটিকয়েক ছেলেমেয়ের মুখে। পরীক্ষার্থীরা সকলে খুশি হয়েছেন। আজকের বিশেষ দিনে এইটুকুই আমাদের প্রাপ্তি, জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া । তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হোক । শিক্ষার্থীদের তাদের বিদ্যালয় প্রাঙ্গণ ফিরিয়ে দেওয়া হোক ।