কাওয়াখালি বিশ্ববাংলা শিল্পীহাটে খাদি, হস্তশিল্প এবং তাঁত মেলা ২০২২-২০২৩ -র শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা :পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বন দপ্তরের উদ্যোগে কাওয়াখালি বিশ্ববাংলা শিল্পীহাটে খাদি, হস্তশিল্প এবং তাঁত মেলা ২০২২-২০২৩ -র শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন মেয়র গৌতম দেব। তিনি আজ সকালে এই উদ্বোধন করে জানালেন মানুষ যত জানবে এই ধরনের শিল্পের ঠিক ততটাই প্রসার হবে এবং কর্মসংস্থান বাড়বে। উত্তরবঙ্গে এই ধরনের মেলার প্রচণ্ডভাবে প্রয়োজন।আমরা চাই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে এই ধরনের মেলার প্রসার বাড়ুক। যারা যারা জানেন না তাদের এই ধরনের মেলাতে কি কি পাওয়া যাবে সেটা জানাও দরকার।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদি এবং গ্রামোদ্যেগের কর্মীরা।