|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ির বর্ধমান রোডে নির্মীয়মাণ ফ্লাইওভারের অসম্পূর্ণ অংশ খানি দ্রুত নির্মাণ তথা দুপাশের প্রশস্ত রাস্তা এবং ফ্লাইওভারের নিচে সৌন্দর্যায়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।আজ সকালে তিনি তার আধিকারিকদের নিয়ে গোটা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দিলেন।মেয়র জানালেন এই এলাকাতে প্রচুর দোকান আছে এবং গাড়িঘোড়া প্রচুর যাতায়াত করে।এই কারনে এই এলাকায় একটু যানযটমুক্ত থাকা প্রয়োজন যাতে মানুষ একটু সচ্ছন্দে চলাফেরা করতে পারে।ওভারব্রীজ যদি ঠিকঠাক কাজ করে তবে মানুষের কোন সমস্যাই থাকবে না।তাই আমি দেখছি কিভাবে এই এলাকাকে যানযটমুক্ত রাখা যায়। শিলিগুড়ি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এটি।তাই যাতে মানুষ এখান থেকে সচ্ছন্দে চলাচল করতে পারে সেটাই খেয়াল করবে শিলিগুড়ি পুরনিগম। আমরা দেখছি বিকল্প ব্যাবস্থা কি করতে পারা যায়। এদিন মেয়র ওভারব্রিজের দুদিকই ঘুরে দেখেন এবং ফুটপাতের দোকানদারদের সাথেও কথা বলেন। পরে মেয়র জানান আগামী দুতিন মাসের মধ্যেই এই এলাকাকে যানযটমুক্ত করে ফেলবে শিলিগুড়ি পুরনিগম।যাতে মানুষ একটু হলেও সহজেএই এলাকা দিয়ে চলাচল করতে পারে।