|
---|
নিজস্ব সংবাদদাতা : মালবাজারে হড়পা বানে আহতদের দেখতে ও তাদের চিকিৎসা পরিষেবার তত্ত্বাবধানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছিলেন মেয়র গৌতম দেব।। সেখানে তিনি আহত ব্যক্তি এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।তিনি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আহতদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণ চেক তুলে দেন এবং সব ধরনের সাহায্যের কথা দেন।।
তিনি জানান এই দুর্ঘটনায় প্রয়াত ব্যক্তিদের বাড়িতেও গিয়ে প্রত্যেক প্রয়াত ব্যক্তির পরিবারের হাতে শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী দ্বারা প্রদত্ত ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ চেক তুলে দিয়েছেন।এবং সবার কাছে গিয়ে তাদের সমস্যার কথা জেনে তাদের কথা দিয়েছেন। তিনি আরো জানান তিনি আবার আসবেন এবং তার যতটুকু সামর্থ করে দিয়ে যাবেন।