শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে বৈঠক মেয়রের 

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে ঢেলে সাজাতে শিলিগুড়ি পুলিশ কমিশনার, ডি সি পি হেড কোয়ার্টার, ডি সি পি ট্রাফিক সহ অন্যান্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে আজ বৈঠক করলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব।আজ শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।মেয়র গৌতম দেব জানান যত দিন যাচ্ছে শিলিগুড়িতে যানবাহনের সংখ্যা বাড়ছে।এবার থেকে আর যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না।পথ চলতি মানুষেরা প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে পড়েন এই কারণে, রাস্তায় চলাফেরা করতে অসুবিধা হয়।মেয়র জানান নির্দিষ্ট জায়গাতে গাড়ি রাখবার একটা পরিকল্পনা করছে শিলিগুড়ি পুরনিগম। যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যা বাড়ছে আরো বেশী। তাই ট্রাফিক পুলিশকে আরো বেশী ক্ষমতা দেওয়ার কথা ভাবা হচ্ছে।এদিন মেয়র জানান পার্কিং এলাকা ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করলে আইনত কড়া ব্যাবস্থা নেবে শিলিগুড়ি পুরনিগম তরফ থেকে, যানযট সমস্যা বাড়ায় কারণে চলাফেরা করতে সমস্যায় পড়ে যাচ্ছেন বয়ষ্ক থেকে বাচ্চারা। তাই এখন দরকার ট্রাফিক ব্যাবস্থাকে ঢেলে সাজানোর।