|
---|
নিজস্ব সংবাদদাতা: গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ফ্রান্স। ফাইনালে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। এবারেও ফ্রান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ফরাসি শিবির চোট আঘাত সমস্যায় জর্জরিত। করিম বেঞ্জিমা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এছাড়া আরো কিছু খেলোয়াড়ের চোট আঘাত সমস্যা রয়েছে। তা সত্য ফ্রান্স কিন্তু সেরা দল তৈরি করতে বদ্ধপরিকর। এমবাপে, গ্রিজম্যানকে সামনে রেখে লড়াকু দল নিয়ে মাঠে নামবে ফ্রান্স। অপরদিকে অস্ট্রেলিয়া তৈরি ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য। নিজেদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করবে অস্ট্রেলিয়া।