বধূ নির্যাতনের মামলায় মহম্মদ শামির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত খেলা 2 September 2019 by নতুন গতি নতুন গতি খেলা ডেস্ক: ক্যারিবিয়ান সফর চলাকালীনই আবার বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বধূ নির্যাতনের মামলায় মহম্মদ শামির বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের (ACJM) অতিরিক্ত মুখ্য দায়রা আদালত। আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় দিল আদালত।