|
---|
তপসিলি সঙ্গে ভোজন ও প্রচারাভিজান কর্মসূচী
সাকিব হাসান, কুলতলী : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে দঃ ২৪ পরগনা জেলার কুলতলী ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গোপালগঞ্জ মৌজায় তপশিলীর সঙ্গে ভোজ অনুষ্ঠানসূচি পালিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন কুলতলী ব্লক ও বিধানসভার সভাপতি ও রাজ্য Sc/Obc সেলের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী গোপাল মাঝি মহাশয়।
উক্ত সভায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন উন্নয়নের জোয়ার নিয়ে মানুষকে বার্তা দিলেন আগামি দিনের জন্য আবার ও মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়।
তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দল গুলি যেমন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে তা একাবারে জঘন্য ও রান্যার গ্যাস সহ পেট্রোল ডিজেল ও একাধিক বাজার মূল্য বৃদ্ধির জন্য যে কেন্দ্র সরকার উঠেপড়েছে তা আমরা কখনো বরদাস্ত করবোনা,তাই একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটির সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ব্লকের Sc/St/Obc সেলের সভাপতি মাননীয় অর্জুন কৃষ্ণ বায়েন, ব্লক INTTUC সভাপতি কৃষ্ণেন্দু কয়াল, স্থানীয় প্রধান শ্রীমতি জয়শ্রী মাঝি, সহ সমস্ত স্থানীয় নেতৃত্ব ও স্থানীয় তপশিলী সম্প্রদায়ের মানুষজন। দুপুরের আহার পরিবেশনের সাথে সাথে মাননীয়া মুখ্যমন্ত্রীর সার্বিক প্রয়াস ও তপশিলী জাতি সংক্রান্ত কর্মকান্ড তাদের সামনে তুলে ধরেন।