|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সারা রাজ্যে শুরু হয়েগেছে হাম ও রুবেলা ভ্যাকসিন, পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এর বেশ কয়েকটি হামও রুবেল্লা ভ্যাকসিন ক্যাম্প ঘুরে দেখলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাস।এছাড়াও সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মনমোহিনী বিশ্বাস, ও মেডিকেল অফিসার ডাঃ আকবর হোসেন মন্ডল,গুনেহার খাতুন সহ অন্যান্যরা। জানাজায় এই প্রতিনিধি দল প্রায় ১০ টিরও বেশী ক্যাম্প পরিদর্শন করেন, সব জায়গায় শিশু ও অভিভাবক দের ভীড় ছিলো চোখে পড়ার মতন।সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর দাস ব্লকের ৯মাস থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র – ছাত্রী দের ভ্যাকসিন নিতে অনুরোধ করেন।ডাঃ আকবর হোসেন মন্ডল জানান এই হামও রুবেল্লা নামক ভাইরাস ঘটিত রোগ কেবল ভ্যাকসিন এর মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। সেই জন্য ১ নম্বর ব্লকে প্রায় ২৩০০০ শিশু ভ্যাকসিন নিয়েছেন, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আজ পর্যন্ত হয়নি। এম আর ভ্যাকসিন শিশুদের জন্যই সুরক্ষিত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।