|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে প্রায় দোষ মাস ধরে বন্ধ দেশের সমস্ত স্কুল, কলেজ ও নানান শিক্ষা প্রতিষ্ঠান। এবার করোনার টিকা আবিষ্কারের পর দেশের কোনও কোনও জায়গায় স্কুল চালু হলেও, তা সব রাজ্যে এখনও কার্যকরী হয়নি। এমন অবস্থায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই বোর্ডের পরীক্ষা কীভাবে হবে, আদৌ অফলাইনে পরীক্ষা হবে আঙ্কি অনলাইনে, এ বিষয়ে নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডঃ রমেশ পোখরিয়াল জানিয়েছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবার জয়েন্ট ২০২১-এর মতো নিট ২০২১ পরীক্ষার একবারের বেশিবার পরিচালনা করার কথা ভাবছে। শিক্ষামন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে জয়েন্ট মেইন পরীক্ষা বছরে দু’বার হবে। এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে। অনুরোধ আসতে থাকে যাতে নিটও বছরে দু’বার পরিচালনা করা হয়। এবার সেই প্রশ্নের জবাব মিললেও, পরিষ্কারভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে।
এদিন এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি ডঃ রমেশ পোখরিয়াল। তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা নিজেদের মধ্যে সম্প্রতি আলোচনা করেছেন যে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট বছরে দু’বার পরিচালনা করা যায় কী না। তবে নিট বছরে দু’বার হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও এ বিষয় সরকারীভাবে এখনও কোনওরকমের ঘোষণা করা হয়নি।