|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সর্বভারতীয় মেডিক্যাল সেলস্ রিপ্রেজেনটেটিভস অ্যাসোসিয়েশনস এর পক্ষ থেকে আজ সেলস্ প্রমোশন ফিল্ড কর্মীদের ১৬ দফা দাবীর ভীতিতে বোলপুর শহরে ধর্মঘট সংগঠিত হয়।
সেলস্ প্রমোশন কর্মীদের পেশাগত কিছু মৌলিক দাবীর পাশাপাশি মূলত শ্রম কোর্ড বাতিল সংক্রান্ত দাবি , ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম এর ওপর জিএসটি প্রত্যাহার ও মূল্যহ্রাসের প্রতিবাদে এবং সাধারণ মানুষের উপর স্বার্থবাহী ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত দাবিসমূহকে সামনে রেখে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও সেল প্রমোশন কর্মীদের ৮ ঘণ্টা কাজের অধিকার, ন্যূনতম ২৬০০০ টাকা মাসিক বেতন ঘোষণা করার দাবিতেই পথে নেমেছেন তারা বলে জানা যায়।
ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উপর ধার্য করা হয়েছে প্রতি উচ্চহারে জিএসটি, যার ফলে চিকিৎসার পরিসেবা পেতে সাধারণ মানুষকে দিতে হচ্ছে বিপুল পরিমাণে কর তারও বিরোধীতা করা হয় আজকের ধর্মঘট থেকে।