কন্যাশ্রী দিবসে জেলা স্তরে কন্যাশ্রী পুরস্কারে সম্মানিত মেদিনীপুর সিটি কলেজ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কিছুদিন আগে আন্তর্জাতিক স্তরে সম্মানিত হয়ে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক আর এবার অষ্টম বর্ষে পদার্পণ করা এই কলেজ জেলার কন্যাশ্রী পুরস্কারে তৃতীয় স্থানাধিকার করলো। পুরুষতান্ত্রিক সমাজে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে মেয়েরা আজ সামনের সারিতে I তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে ২০১৪ সাল থেকে কন্যাশ্রীর সম্মান চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় I মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী” I সারা বছর ধরে জেলাজুড়ে চলা বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা, কন্যাশ্রী সংক্রান্ত সচেতনতার প্রসারে এগিয়ে থাকা বিদ্যালয়- মহাবিদ্যালয় গুলিকে প্রতিবছরই কন্যাশ্রী দিবসে সম্মানিত করে থাকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন I ২০২১ শিক্ষাবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে এই মহাবিদ্যালয় I

    এরফলে মহাবিদ্যালয়ের সাফল্যের মুকুটে সংযোজিত হল আরো একটি পালক I মহাবিদ্যালয়ের এই সম্মান প্রাপ্তিতে স্বভাবতই গর্বিত অধ্যাপক – অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীসকলেই I মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তীর কথায় “সারা বছর ধরে মহাবিদ্যালয় এর সকল কর্মীসহ আধিকারিকেরা নারী সুরক্ষার প্রয়াসে যেভাবে কাজ করে থাকে, তারই সম্মান প্রাপ্তি ঘটলো আজ I” প্রায় তিন হাজারের অধিক ছাত্র-ছাত্রীর এই পীঠস্থানে মহিলা ও ছাত্রীদের যাবতীয় সুরক্ষা, পড়াশোনা সংক্রান্ত সহযোগিতা করে জেলার মধ্যে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নজর কেড়েছে এই মহাবিদ্যালয় I মহাবিদ্যালয় এর কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষের কথায়”এই পুরস্কার প্রাপ্তির ধারাবাহিক স্বীকৃতি ধরে রাখার চেষ্টা করব I এই সম্মান আগামী দিনে আমাদের বহ্নিশিখাদের আরো উৎসাহিত করবে”