|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর* : স্বামীজির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মেদিনীপুরের মাটিতে যুবসমাজের গড়ে তোলা সংগঠন মেদিনীপুর ছাত্রসমাজের বয়স আজ চার বছর অতিক্রান্ত। প্রতি বছরের মতো এবছরও বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসীর ১৫৯ তম জন্মদিবসে সংগঠনের বিগত বছরগুলির কর্মকান্ডগুলিকে ট্যাবলোর আকার দিয়ে স্বামীজীর মানবকল্যাণের ভাবাদর্শকে “সদভাবনা যাত্রা”র মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মেদিনীপুর শহর পরিক্রমা করল মেদিনীপুর ছাত্রসমাজ। সেই সাথে বীর শহীদ মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসও যথাযথ মর্যাদায় স্মরণ করা হলো সংগঠনের উদ্যোগে।
উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ও সাংবাদিক কুমারেশ ঘোষ, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সম্পাদক চন্দন রায় ও মহিলা সেলের সভাপতি কান্তা বসু,মেদিনীপুর জেলা ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জী,পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক ও শিক্ষক শান্তনু অধিকারী,পূর্ণচন্দ্র ভূঁঞা,সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী, ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সম্পাদক রাজকুমার বেরা,সহ-সভাপতি আগন্তুক ঘোড়াই,কোষাধ্যক্ষ কৌশিক কঁচ, শিক্ষক গিরিধারী মাইতি ও অর্ক প্রামানিক,শম্ভু কুন্ডু সহ একঝাঁক ছাত্র-ছাত্রীগণ। ছাত্রসমাজের সম্পাদক বলেন,” বর্তমান প্রজন্মকে ঐক্য,শান্তি,সেবা মূলমন্ত্রে জাগরিত করে মানবধর্মের সঠিক পথে চালনা করাই আমরা অঙ্গীকারবদ্ধ।” সভাপতি বলেন,”ভারতবর্ষের ঐতিহ্যবাহী সভ্যতা, কৃষ্টি,সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আজকের দিনেও বিবেকানন্দ প্রাসঙ্গিক।”