|
---|
সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে বুধবার ইয়াস ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের কাঁথির বালিসাই এর নিকটবর্তী তাজপুর বন্দর সংলগ্ন পশ্চিবঙ্গের বৃহত্তম মৎস খটি জলদা খটিতে কর্মরত প্রায় পঞ্চাশটি দুঃস্থ পরিবারকে ত্রিপল প্রদান করা হয়।
এদিনই কাঁথির জুনপুট সংলগ্ন হরিপুরে আরও পঞ্চাশটি দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে পাঁচ কেজি চুন, ব্লিচিং,সাবান, মাস্ক,স্যানিটাইজার ও বেশকিছু শুকনো খাবার তুলে দেওয়া হয়। এই দুই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের সহকারী সম্পাদক অমিতাভ দাস, কার্যনির্বাহী সমিতির দুই সদস্য উত্তম কুমার রায় ও দেবীপ্রসাদ নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তম ছেত্রী, ছিলেন সংস্থার কাঁথি-এগরা আঞ্চলিক ইউনিটের সদস্য উমাপ্রসাদ নন্দী ও কাঁথি মৎস্যজীবী খটি উন্নয়নের সংগঠক রাজকুমার পণ্ডা, অনন্ত বর, বালিসাই-এর কমলেশ পড়িয়ারী প্রমূখ।এই ত্রাণ বিতরণ কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করেন সংস্থার কাঁথি-এগরা আঞ্চলিক ইউনিটের সম্পাদক অধ্যাপক হৃষিকেশ পড়িয়া। মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা ও সম্পাদক মৃত্যূঞ্জয় খাটুয়া।