|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি,মেদিনীপুর: সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আগামী ২৬ শে নভেম্বরের সারাদেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি চলছে মেদিনীপুর শহরেও চলছে বামেদের উদ্যোগে। শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) মেদিনীপুর শহর পশ্চিম লোকাল কমিটির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ায়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র। এছাড়াও বক্তব্য রাখেন ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুমিত অধিকারী, এসএফআই-এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, ডিওয়াইএফআই এর মেদিনীপুর শহর পশ্চিম লোকাল কমিটির সম্পাদক কৌশিক দে, আব্দুর রাফে, সুব্রত চক্রবর্তী, সমরেশ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন মেদিনীপুর শহর পশ্চিম লোকাল কমিটির সভাপতি অরিন্দম দত্ত। অন্যদিকে এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির তত্ত্বাবধানে বড়বাজার সহ অন্যান্য এলাকার ধর্মঘটের সমর্থনে হ্যান্ডবিল প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।