|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয়েছে দুই মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক। নিজেদের সাধ্যমতো এইসব এলাকার বেশকিছু মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলো পশ্চিম মেদিনীপুরের সবং এবং পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-১ ব্লকের বেশ কিছু এলাকায়। এদিন সকালে সংস্থার উদ্যোগে এবং কলকাতার পথের সাথী’র সহযোগিতায় সবং ব্লকের বন্যা কবলিত বীরকোটা, খড়িকা, খোলাগেড়িয়া,আন্দুলিয়া-১,আন্দুলিয়া-২ এলাকার ৫ টি গ্রামের ১৯১টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন সংগঠনের সদস্যদের অপর একটি দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর এলাকার সুন্দরী পুকুরপাড় ও ভেড়ির বাজার গ্রামের ৮০ টি চূড়ান্ত বিধ্বস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
সবং ও ভগবানপুরের কর্মসূচিতে ত্রাণ বিতরণ কর্মসূচি রূপায়ণে কুইজ কেন্দ্রের সদস্য-সদস্যাদের পাশাপাশি উভয় স্থানের স্থানীয় সমাজকর্মী,শিক্ষক, কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ীরা সক্রিয় ভূমিকা গ্রহণ করেন।