স্বাস্থ্যবিধি ও দূরত্ব বিধি মেনে মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের ১৭৬ তম প্রতিষ্ঠা দিবস পালন

*নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কোভিড নাইন্টিনের প্রভাবে অনাড়ম্বর ভাবেই পালিত হলো শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠের ১৭৬ তম প্রতিষ্ঠা দিবস। করোনা আবহে স্বাস্থ্যবিধি ও দূরত্ব বিধি মেনে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজনে ঘরোয়া সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো মেদিনীপুর শহরে অবস্থিত অখন্ড মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠের(হেরিটেজ) ১৭৬ তম প্রতিষ্ঠা দিবস। শনিবার সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন, মণীষীদের মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুকুমার পড়্যা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অরূপ ভূঞ্যা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পসে অবস্থিত বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজিসহ অন্যান্য মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনের ঘরোয়া কর্মসূচিতে পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সরোজ মিশ্র, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক পূর্ণেন্দু মাঝি সহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ ও বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় ও শিশু বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও প্রাক্তনীদের পক্ষে উপস্থিত ছিলেন পংকজ কুমার পাত্র, প্রণব চক্রবর্তী,অরুণ চৌধুরী সহ অন্যান্য প্রাক্তনী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীবৃন্দ।