মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন এ মহানায়ক সম্মান

পাঠকের কলমে: সময় নিজের নিয়মে চলে। আমরা ছোটো থেকে বড় হই, বড় থেকে বুড়ো। এরই মাঝে কিছু মুহূর্ত এমন আসে যখন থমকে দাঁড়াতে হয়.. ফিরে দেখতে হয় কতটা পথ পেরিয়ে এসেছি যেন! খুব সাধারণ সামান‍্য জীবন আমার। মা বাবার ধরিয়ে দেওয়া পথেই হেঁটে চলেছি যত দূর মনে পড়ে। চলতে চলতে কখন কিভাবে মানুষের এত কাছে এসে পড়েছি, মানুষের সাথে এতোটা জড়িয়ে পড়েছি তা গতকাল চিরকালের মহানায়ক অনুষ্ঠানে উপস্থিত না থাকলে বুঝতে পারতাম না! গতকাল আমার জীবনে এক বিশেষ দিন ছিল।
এই মহতী অনুষ্ঠানে আমাকে বিশেষ সম্মান (#মহানায়ক_সম্মান) দেওয়া হয়। বলা হয়েছে আমি সমাজের রিয়েল হিরো। তাই আজ “মহানায়ক সম্মান” প্রদান করা হয়। জানি না আমি সত‍্যি এই সম্মান পাওয়ার যোগ্য কি না! আমি তো আর বাকি পাঁচ জনের মতই সাধারণ জীবন যাপন করি। জানি না তবে অবশ‍্যই স্বীকার করি আজকের এই সম্মান আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা দেবে।

    **গতকাল 24-07-2019 বুধবার মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদন এ মহানায়ক সম্মান প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ যুগের কিংবদন্তি অ্যাকোর্ডিয়ান প্লেয়ার প্রতাপ রায় (বেবীদা), উপস্থিত ছিলেন সুচিষ্মিতা(z-বাংলা), সত্যজিৎ দাস (আকাশ আট), স্পন্দন (আকাশ আট) শুভঙ্কর, অনিন্দ্য (ইটিভি বাংলা) শঙ্খ বরণ পন্ডা(রূপশ্রী বাংলা ও আকাশ আট)প্রমুখ গুণী মানুষজন।
    ছদ্মবেশী কতৃক “#মহানায়ক_সম্মান ” প্রদান করা হয়।
    এত গুণী ব্যক্তির সান্নিধ্য পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমি যাদের আদর্শে আদর্শিত সেই পরম পূজনীয় পিতা মাতা এবং শুভাকাঙ্ক্ষিদের উৎসর্গ করলাম এই সম্মান।

    সম্মান টি পেলো BM ফাইন আর্ট অ্যান্ড কালচার এর কর্ণধার চিত্র শিল্পী বিষ্ণু মাইতি