|
---|
বাবু হক, নতুন গতি : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বাস ষ্ট্যান্ড জগন্নাথ মন্দির মাঠ ও হাঠ থেকে কামারচৌকি মিশন প্রর্যন্ত ৪_৫ কিমি পথ মনোরঞ্জন কর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সাউতালী নৃত্য ঢোল মাদল বাজিয়ে গান নৃত্য নাট্য করতে করতে কামারচৌকী মিশনে পৌঁছায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার খৃষ্টান ধর্মের ভক্ত সমবেত হন প্রায় ৮_১০ হাজার ভক্ত ৮_৮০ বছরের তারা প্রভু যীশু খ্রিস্টের স্মরণে ধর্মীয় অনুভূতিতে নাচ গান গীতিনাট্য করে এগিয়ে চলেছেন কামারচৌকীতে প্রভু যীশু খ্রিস্টের আলোচনা করা হবে ও বিশ্ব বাসীর শুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল সংহতি সম্প্রতি ঐক্য দেশের ও দেশের কল্যাণে সেবা কর্মে নিয়োজিত থাকতে বিশেষ প্রার্থনা করা হবে বলে মিশন সূত্রে জানা গেছে আজকে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার খৃষ্টান ধর্মের ভক্ত সমবেত হন বিভিন্ন চার্চ , খৃষ্টান পাড়া, মিশন ও মিশন পরিচালিত বিভিন্ন হোস্টেল ও স্কল থেকে ছাত্র ও ছাত্রী আবাসিক ও অভিভাবক,অভিভাবিকা ব্রাদার,ফাদার ,সিষ্টার সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।