|
---|
সেখ মহম্মদ ইমরান,নতুন গতি:–মঙ্গলবার মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সক্রিয় সহযোগিতায় এবং মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় করোনা আবহে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারী হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকাম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম বরিষ্ঠ আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা।
পাশাপাশি উপস্থিত ছিলেন চার সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি টিম।টিম লিডার হিসাবে ডাঃ ভোলানাথ পান্ডার নেতৃত্বে জুনিয়র ডাক্তার হিসেবে উপস্থিত ডাঃ উত্তম মিশ্র,ডাঃ পূজাশ্রী ভট্টাচার্য্য,ইন্টার্ন তন্ময় সরকার, কিশলয় আহমেদ পেয়াদা, দুটি টিমে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন তেমনই ঔষধ বিলির পাশাপাশি সেবনের নিয়ম কানুন বুঝিয়ে দেন।মহতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থার কার্য্যালয় প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচির সূচনা করেন হোমিওপ্যাথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা।টিম লিডার হিসেবে কর্মসূচির শেষ অবধি উপস্থিত থেকে ডা:ভোলানাথ পান্ডা ৭৪১ টি পরিবারের নাম তাঁদের রেজিস্টারে নথিভুক্ত করে তাদের হাতে ওষুধ তুলে দেন। এই ৭৪১ টি পরিবারের প্রায় ৩৫৮২ জন মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি কারী হোমিওপ্যাথিক ওষুধের সেবনের সুযোগ পাবেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক ড.নির্মলেন্দু দে, ডাঃ আলোক পাল,ডাঃ অরুন পাল প্রমুখ। উপস্থিত ডাক্তারবাবুগণ ও অতিথিবৃন্দ হোমিওপ্যাথিক ওষুধটি নিয়মমেনে সেবনের অনুরোধ করেন, এছাড়া তাঁরা মহতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি এই ওষুধ বিতরণ কর্মসূচীর অন্যতম মুখ্য উদ্যোক্তা মহতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা ক্লাবের সদস্যদের অন্যতম জীবন বীমা এজেন্ট ও মিউচ্যুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর সমাজকর্মী অরুণ কুমার মাইতির বিশেষ প্রশংসা করেন। এদিনের কর্মসূচিকে সুষ্ঠু ভাবে সফল রূপায়ণ করতে ক্লাবের সভাপতি সমাজসেবী শক্তিপদ দাসঅধিকারী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিশ্র,কোষাধ্যক্ষ স্মৃতি রঞ্জন মাইতি, সদস্য উত্তম দাস মহাপাত্র,কিঙ্কর কর্মকার বিশেষ ভূমিকা পালন করেন। উল্লেখ্য সোমবার পালবাড়ি মা শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একই ধরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।