হাইভোল্টেজ নন্দীগ্রামে মীনাক্ষী, যুব মুখেই ভরসা সিপিএমের

নতুন গতি ওয়েব ডেস্ক: তরুণ মুখে আস্থা রেখেই বিধানসভা ভোটের ময়দানে নামছে সিপিএম। দলের ছাত্র ও যুব নেতৃত্বের প্রায় সব উল্লেখযোগ্য মুখকেই এ বার ভোটে প্রার্থী করল তারা। যে নন্দীগ্রাম কেন্দ্র এখন রাজ্য রাজনীতিতে সব আলোচনার কেন্দ্রে, সেখানেও সিপিএম লড়তে পাঠাচ্ছে যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করার উপরে জোর দিয়েই এ বার ইস্তাহার ও প্রচারের সুর বেঁধেছে বামেরা। প্রার্থী তালিকা থেকেও ইঙ্গিত স্পষ্ট যে, এ বারের বিধানসভা ভোটে বামেদের নজর তরুণ প্রজন্মের দিকেই।

    সংযুক্ত মোর্চার দুই শরিক কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) জন্য জায়গা ছেড়ে রেখে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। একই ভাবে বুধবার কংগ্রেস এবং আইএসএফের জন্য আসন ছেড়ে বাকি ৬ দফার ভোটের জন্য বাম প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেই তালিকায় রয়েছেন জেএনইউ-এর ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, যুব নেতা সায়নদীপ মিত্র, দেবজ্যোতি দাস, ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর রহমান-সহ বহু তরুণ মুখ। তালিকায় রূপোলি চমক বলতে টালিগঞ্জ কেন্দ্রে অভিনেতা দেবদূত ঘোষ। দলের ‘হেভিওয়েট’ নেতাদের মধ্যে পলিটবুরো সদস্য মহম্মদ সেলিমকে প্রার্থী করা হয়েছে হুগলির চণ্ডীতলা থেকে। পরিষদীয় রাজনীতির চেনা মুখেদের মধ্যে সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যেরাও আছেন।