|
---|
নতুন গতি : শিলিগুড়ির অদুরে বৈকনঠপুর ফরেষ্টে দেখা গেল রয়াল বেঙ্গল টাইগারের।আজ সকালে বৈকনঠপুর ফরেষ্টে রয়াল বেঙ্গল টাইগারকে।বাঘটি রয়াল বেঙ্গল টাইগার কি না সেটা বন দপ্তরের কর্মীরা বোঝেন নি। তারা জানান এই বাঘটি খুব সম্ভবত খাবারের খোজে বাইরে চলে এসেছে।রয়াল বেঙ্গল টাইগারটি খুব দ্রূত জঙ্গলের দিকে চলে যাওয়ার কারনে তার সম্পর্কে বেশী কিছু জানতে পারা যায় নি।বাঘটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।বাঘটিকে কোনভাবেই চিকিৎসা করাতে পারছিলেন না বন দপ্তরের কর্মীরা। সপ্তাহ দুয়েক আগে এই বাঘটির পায়ে কাটা ঢুকে যাওয়ায় বাঘটি অসুস্থ হয়ে পড়েছিল।বর্তমানে সে সুস্থ থাকায় বেরিয়ে এসেছে বলে জানান বন দপ্তরের কর্মীরা।এই রয়াল বেঙ্গল টাইগারটিকে দেখতে ভীড় জমে যায় গোটা বৈকনঠপুর ফরেষ্ট এলাকাজুড়েই।