|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি শহরকে পরিকল্পিত উন্নয়নের রূপরেখায় আবৃত করবার লক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পারিষদদের সাথে বৈঠক শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে।মেয়র গৌতম দেব প্রথমেই ডেঙ্গুর প্রসঙ্গ তুলে সমস্ত কাউন্সিলারদের সতর্ক হবার নির্দেশ দেন।মেয়র জানান যেখানে ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে সেখানে আমাদের আরেকটু সতর্ক হয়ে চলতে হবে। আমাদের লক্ষ শিলিগুড়িকে ডেঙ্গু মুক্ত শহর তৈরী করা। প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত সবার অবস্থা সঠিক নয়,পুরনিগমের তরফ থেকে তাদের সুষম খাদ্য পৌছে দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য এম আই সিরা। বিরোধী দলের তরফ থেকে ডেঙ্গু নিয়ে পুরনিগম টালবাহানা করছে এই অভিযোগ আনা হলে ডেপুটি মেয়র রঞ্জন সরকার তা খারিজ করে জানান,সবাইকে সতর্ক হতে হবে,তবেই আমরা ডেঙ্গুকে তাড়াতে পারব। তবে এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মেয় জানান আমাদের প্রাথমিক লক্ষ শিলিগুড়ির মানুষের কাছে সব ধরনের পরিষেবা পৌছে দেওয়া,তবেই আমরা সফল হতে পারব। এদিন সব দলের কাউন্সিলারই ডেঙ্গু নিয়ে চিন্তা প্রকাশ করেন।