|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১৮ই জুন অল বেঙ্গল মেন্স ফোরাম, অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা, আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস ও পুরুষ কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে কলকাতার হো চি মিন সরণি এলাকার ICCR এর অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারিতে, পিতৃ দিবস উপলক্ষে, ‘Father The Unsung Hero’ নামের শেয়ার্ড প্যারেন্টিং আইন্ড চাইল্ড কাস্টাডি বিষয় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল, কলেজ প্রফেসর, চাইল্ড সাইকোলজিস্ট থেকে আইনজীবীরা। সমাজে কিভাবে নিরপরাধ পিতাদের তাদের সন্তানদের থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তার সমাধান কিভাবে করা যাবে সেই বিষয় আলোচনা করা হয়। সঞ্চালনায় ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার ও বিখ্যাত সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য মহাশয়া।
এই আলোচনা সভায় সন্তানদের থেকে বঞ্চিত নিরপরাধ পিতারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যায় জানালেন উপস্থিত আইনজীবীরা। সভার শেষ অল বেঙ্গল মেন্স ফোরামের এক সদস্যের সঙ্গীতের মাধ্যমে হয়।