|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: সোমবার নবান্নে লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা ও মন্ত্রিসভার বৈঠক।
লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন নিয়ে বৈঠকে যোগ দেওয়ার জন্য তলব করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। উল্লেখ্য, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনজনের কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে পারেন অর্জুন সিং।