হোলি ও ঈদ উপলক্ষে রাজনগর থানায় মিটিং

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    হোলি ও ঈদ উপলক্ষে রাজনগর থানায় মিটিং আয়োজিত হল বৃহস্পতিবার।
    আগামীকাল শুক্রবার অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের রাজনগরেও হোলি উৎসব পালন করবেন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এবং সপ্তাহ দুয়েক পরেই মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালিত হবে। এই হোলি এবং ঈদ পালনকালে এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সকলে যাতে নিজ নিজ ধর্ম সুষ্ঠু এবং শান্তির সাথে পালন করতে পারেন, সেই উপলক্ষে রাজনগর থানায় একটি বিশেষ মিটিং করা হলো।  রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা রাজনগর থানার বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, সহ -সভাপতি পরিমল সাহা, রাজনগর থানার সেকেন্ড অফিসার SI তপন দাস, পঞ্চায়েত উপ-প্রধান সেখ সেলিম, শান্তি কমিটির সম্পাদক প্রদীপ দে, মওলানা শামসুল হক, রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সদস্যগণ, তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস দলের নেতৃত্ব, সর্বদলীয় এলাকার বিশিষ্ট জনদের নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে এই বৈঠক করেন।

    বৈঠকে প্রশাসনিক বিভিন্ন নির্দেশাবলী উপস্থিত সকলকে জানিয়ে দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। শব্দ দূষণকে মাথায় রেখে হোলি এবং ঈদে কোনো রকম ডিজে বক্স না বাজানোর অনুরোধ জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। এই নির্দেশ অমান্য করলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।