|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা,৩০ জুলাই: আসন্ন ঈদ এবং জন্মষ্টমী উৎসবকে ঘিরে কালিয়াচক ২ ব্লক প্রশাসন এবং মোথাবাড়ি থানার পুলিশ কর্তারা একটি বৈঠক করলেন। বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক ২ ব্লক অফিসের সুকান্ত ভবনে প্রশাসনিক স্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় । সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও প্রশাসনের কর্তাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন স্থানীয় তৃণমূল দলের বিধায়ক সাবিনা ইয়াসমিন।
এদিন কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন ঈদ কমিটি ও জন্মাষ্টমী উৎসব কর্মকর্তাদের নিয়েই এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই যাতে এই দুটি উৎসব সুষ্ঠুভাবে পালন করা হয় তারও আহ্বান জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে।শনিবার ঈদ উৎসব রয়েছে । সোমবার রয়েছে রাখি পূর্ণিমা এবং ঝুলন যাত্রা উৎসব । এই দুটি উৎসবকে ঘিরে এদিন সমস্ত সরকারি নির্দেশ মেনে প্রশাসনিক স্তরে আলোচনা করা হয়েছে । এবং সুষ্ঠভাবে এই উৎসব গুলি পালন করার জন্য সংশ্লিষ্ট ব্লকের উৎসব কমিটির কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়।