|
---|
নিজস্ব প্রতিবেদক:কেশপুর ব্লকের গোলাড় 4নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের কমিটি গঠনের জন্য অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে মাইনোরিটি সেলের একটি সভা অনুষ্ঠিত হলো।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সহ সভাপতি সমাপ্তি রায়,শ্যামল আচার্য, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি সেখ হবিবুর রহমান, 4নং অঞ্চলের অঞ্চল সভাপতি সাইফুল মির্জা, উক্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি সাফায়েত চৌধুরী,মুগবসান 5নং অঞ্চলের তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি তথা কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সহ সভাপতি সেখ কমরুদ্দিন,মুগবসান অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনসুরা বিবি সহ গোলাড় 4নং অঞ্চলের সমস্ত বুথের মাইনোরিটির সভাপতি সহ অনেক নেতৃত্ব ও কর্মী বৃন্দ।