সুপ্রিম কোর্টের সদ্য দেওয়া রায় গুলি নিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং আইনজীবিদের আলোচনা সভা।

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি :

    ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি সমকামিতা, পরকীয়া , নামাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, ইত্যাদি রায় গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কলকাতা হাই কোর্ট সহ আরও চারটি কোর্টের আইনজীবীদের সাথে,এবং আগামী দিনে সমাজের স্বার্থে আইনজীবীদের একটা অবদান বিশেষ তাই আইনজীবী ভাইদের নিজের সংগঠন এর পক্ষ থেকে আহ্বান জানান,আইনজীবীরা সেই আহবানে সাড়া দিয়ে সাথে থাকার প্রতিশ্রুতি দেন,শেষে দেশ ও রাজ্যের শান্তি বজায় থাকে তার জন্য দোয়া করা হয়।
    কলকাতা হাইকোর্টের,সিটি সিভিল কোর্টের ব্যাঙ্কশাল কোর্ট ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ট্রাইবুনাল , ওয়েস্ট বেঙ্গল ওয়াকাফ ট্রাইবুনাল আইনজীবীদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

    সভা শেষে সিদ্ধান্ত হয় আইনজীবীদের নিয়ে এই আলোচনা সভা প্রতিমাসে বসা হবে এবং আলোচনার বিষয়বস্তু হিসাবে থাকবে বিভিন্ন আইনি এবং সামাজিক সমস্যা। এবং আইনজীবীদের মত এই সংগঠন এবং সমাবেশ আগামীদিনে বহুমুখী সমস্যার সমাধান করবে।