ব্যাঙ্ক জালিয়াতি রুখতে ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীদের নিয়ে সভা, দুবরাজপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ফোনের অপর প্রান্তে ব্যাঙ্ক ম্যানেজারের ভূয়ো পরিচয়, কখনো বা কৌশলে ওটিপি জানার ফাঁদ নানা ভাবে সাধারণ মানুষকে জালে ফাঁসিয়ে কুপোকাত করার খবর অহরহ শুনতে পাওয়া যায়। বর্তমানে অনলাইন লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা বিভিন্ন ভাবে প্রতারনার শিকার হতে হচ্ছে।সর্বশান্ত হয়ে শেষমেশ দ্বারস্থ হতে হয় থানায়। তাই ব্যাঙ্ক জালিয়াতি রুখতে ও ব্যাঙ্কে প্রতারণার শিকার থেকে বাঁচতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর শহরের বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার, সিএসপি হোল্ডার ও ব্যাঙ্ক কর্মীদের নিয়ে বৈঠক করা হয় মঙ্গলবার দুবরাজপুর থানার সভাকক্ষে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তি অযথা ব্যাঙ্কে ঘোরাঘুরি করলে তার ওপর নজর দেওয়া এবং পুলিশকে খবর দেওয়া। যে সমস্ত ব্যাঙ্কের সিএসপি সেন্টার আছে সেই সেন্টারগুলোতে সিসি ক্যামেরা লাগানো আবশ্যক। তাছাড়াও যে সমস্ত গ্রাহকরা একবার টাকা তুলছেন তাঁদের কারো কারো দু’বার টাকা কেটে নেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ করতে আসেন অনেকেই। তাই সেই বিষয়টি ও দেখতে বলা হয় পুলিসের পক্ষ থেকে। এদিন ব্যাঙ্ক ম্যানেজার এবং কর্মীরাও পুলিসের নির্দেশকে মেনেই কাজ করবেন বলে জানিয়েছেন।