বিভিন্ন বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে জেলা শাসক

জাকির হোসেন সেখ, ২৬ জুন, নতুন গতি, আলিপুর: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নদীবাঁধ, সেতু, রাস্তাঘাট প্রভৃতির সংস্কার সহ সার্বিক উন্নয়ন নিয়ে, প্রসার ভারতীর শাজাহান সিরাজ, বর্তমান পত্রিকার বিমল ব্যানার্জী, এবিপি নিউজের জয়ন্ত রায়, দুর্বার কলম পত্রিকার সম্পাদক অমর নস্কর সহ একঝাঁক সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠক করলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক পি. উল্গাথন।
বৈঠকে সাংবাদিকরা জেলার উন্নয়ন, অগ্রগতির পাশাপাশি জেলা সদর দফতরের প্রেস কর্নারের দুরাবস্থার কথা তুলে ধরলে জেলা শাসক শীঘ্রই তা সংস্কারের‌ও আশ্বাস দেন।
এছাড়া সাগর, পাথর প্রতিমা, বোটখালী ইত্যাদির মতো নদীবাঁধ এলাকায় মানুষকে কিভাবে আর‌ও দ্রুততার সাথে ঝড়, প্লাবন, ভাঙনের মতো বিপর্যয় থেকে রক্ষা করা যায়, সেই উদ্যেশ্যে তিনি নিজে খুব তাড়াতাড়ি এলাকা পরিদর্শন করবেন বলে জানান l