|
---|
রাহুল রায়,দাঁইহাট: ফের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেল পূর্ব র্ধমান জেলার দাঁইহাটের ছাত্রী মেঘা সরকার। মেঘার বয়স ৯। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার মা চম্পা সরকার মন্ডল। তার মা প্রাথমিক স্কুল শিক্ষিকা। ২১ সেকেন্ডে ২৮ টি ভারত নাট্যমের অসংযুক্ত মুদ্রা রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে ছোট মেঘাকে সার্টিফিকেট,মেডেল ও বই দেয়া হয়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার জন্য প্রথম হাত বাড়িয়ে দেয় শিক্ষক সাহাবুল মল্লা। মেঘাকে নাচের বিষয়ে সাহায্য করে মৌশ্রী রক্ষীত। কবিতার শিক্ষক প্রদীপ্ত রায় তার পাশে এসে দাঁড়িয়েছে। মেঘার মা ও দিদা তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাকে সাহায্য করে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে বড় সাফল্য অর্জন করে মেঘা। মেঘার প্রতিভা তুলে ধরার জন্য এলাকার মানুষেরা খুব খুশি।